Birbhum

May 24 2023, 20:10

*পুলিশের জালে দুই থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২*


বীরভূম:- জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র,বোমা,বোমার মশলা উদ্ধার অব্যাহত।বগটুই ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে দাড়িয়ে সর্বত্র বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।এদিকে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে ও জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদানের মাধ্যমে আগ্নেয়াস্ত্র সহ বোমা বারুদ উদ্ধারের দাবি তোলেন।সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের সক্রিয়তা লক্ষনীয়।প্রায় প্রতিনিয়ত জেলার কোথাও না কোথাও বোমা বিস্ফোরণ,বোমা,আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত। গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ ফেটে পড়ে।

সেই ঘটনার জের মিটতে না মিটতেই জেলার তিন থানা এলাকা থেকে দুই দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশ।জানা যায়, মঙ্গলবার রাতে মাড়্গ্রাম থানার ধুলফেলা মোড়ে খাজারুল সেখ নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ পুলিশ ধরে ফেলে। তার বাড়ি যবুনী গ্রামে।কি উদ্দ্যেশ্যে এবং কি কাজে সেই পিস্তল ব্যবহার করতো তা পুলিশ তদন্ত করছে। আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। লোকপুর থানার পুলিশ বুধবার ভোরে বারাবন জঙ্গল মোড় থেকে স্থানীয় থানার বিশালপুর গ্রামের সাধু চরণ জমাদার নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ পুলিশ আটক করে। এদিন দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের পরিত্যক্ত বাড়ি থেকে থলে ভর্তি ১৫ টি বোমা উদ্ধার করে। এনিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য।

Birbhum

May 24 2023, 19:34

*ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা খয়রাসোলে*


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে অবতীর্ণ ।সেরূপ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকেও চলছে প্রচার কর্মসূচি। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত বুথস্তরে আলোচনা সভার পরেই আজ বুধবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার ও প্রসার ঘটানো এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, কেনিজ রশিদ, রুনু সিংহ সহ অন্যান্য অঞ্চলের মহিলা নেতৃত্ব। এছাড়াও ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব শেখ জয়নাল, উজ্জ্বল হক কাদেরী, প্রলয় ঘোষ, আইএনটিটিইউসি র ব্লক সভাপতি কাঞ্চন দে প্রমুখ নেতৃত্ব।আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী জানান জেলার নির্দেশে সমস্ত বুথ স্তরে আলোচনা সভার পরে আজ খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লকের মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Birbhum

May 24 2023, 14:49

ফের বীরভূমে বোমা উদ্ধার,কাঁকরতলা থানা এলাকায়


বীরভূম:- বীরভূম যে বোমা বারুদের স্তূপে দাড়িয়ে বিরোধী দলের বক্তব্য ফের একবার উচ্চস্বরে ধ্বনিত হবে।উল্লেখ্য বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদান করা হয় মাসাধিক কাল জুড়ে।সেখানে অন্যান্য দাবির পাশাপাশি পুলিশকে বোমা উদ্ধারের জন্য ও দাবি তোলেন।বিজেপির পক্ষ থেকে একই দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।সেই দাবীর সপ্তাহ পার হতে না হতেই বোমা উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

উল্লেখ গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়া পাড়া গ্রামে বোমা বিস্ফোরণের জেরে বাড়ীর একাংশ ভেঙে পড়ে।সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের বোমা উদ্ধার।কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ১৫ টি তাজা বোমা উদ্ধার করল কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাত্রে অভিযান চালিয়ে কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি থলি ভর্তি প্রায় ১৫ টি তাজা বামা উদ্ধার হয়।

ঘটনাস্থলের চারদিকে ঘিরে রেখেছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বোমা গুলি উদ্ধার ও নিষ্ক্রিয়করণের জন্য।বোমা উদ্ধার ঘিরে পুলিশ মহলে চলছে জোর জল্পনা। কি কারনে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করা হয়েছিল, এবং বোমা মজুদের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে কাঁকরতলা থানার পুলিশ।

Birbhum

May 23 2023, 20:02

*কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত ছাত্রের পরিবারকে চাকরিতে যোগদান*


বীরভূম:- লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় গতকাল মৃত্যু হয় ১৬ বছর বয়সী স্থানীয় মাদ্রাসায় দশম শ্রেণীতে পাঠরত নওপাড়া গ্রামের সেখ সুমন। পিডিসিএল এর গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা।এর পরিপ্রেক্ষিতে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী,লোকপুর থানার ওসি, পিডিসিএল এর প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারকে চাকরি ও সৎকর্ম করার জন্য নগদ টাকার বিনিময়ে রফা হয়। গতকালের আলোচনার সাথে সাথে আজ মঙ্গলবার মৃতের পরিবারকে চাকরিতে যোগদান করানো হয়।

 গঙ্গারামচক কয়লা উত্তোলন সংস্থায় মৃতের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলেকে অর্থাৎ শেখ হীরক আলীকে জয়েন করালেন কর্তৃপক্ষ।যোগদান করানোর সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তথা নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ লুতফুর রহমান সহৎনওপাড়া তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীগণ।

Birbhum

May 23 2023, 12:58

সমাজ সচেতনতা মূলক বার্তা জলসা এ বোখারীয়া থেকে


বীরভূম:- দিনদিন বাড়ছে সর্বনাশা ড্রাগের নেশা।এছাড়াও অন্যান্য নেশাগ্রস্ত এর মধ্যে দিয়েও সমাজে, সংসারে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ।পাশাপাশি মোবাইলে আসক্ত যুবসমাজও বিপথগামী হয়ে পড়ছে। সেই সমস্ত দিক দিয়ে বিরত থাকা এবং ইসলাম ধর্মীয় নীতি অনুসারে পথচলা কর্তব্য । তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে। থাকবে না কোনো ভেদাভেদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

এরূপ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় গতকাল রাতে খয়রাসোল ব্লকের বুধপুর মতি মসজিদ পরিচালিত গাবতলা প্রাঙ্গণে জলসা এ বোখারীয়া অনুষ্ঠান থেকে।উপস্থিত ছিলেন খানকাহ এ বোখারীয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরীকত মৌলানা সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী। বক্তা হিসেবে ছিলেন হাফিজ আমিরুল ইসলাম , হাফিজ সামিউল খান সহ স্থানীয় গ্রামের পেশ ইমামগণ।

Birbhum

May 22 2023, 15:16

*গঙ্গারামচক থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের*


বীরভূম:- লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় থানার নওপাড়া গ্রামের দশম শ্রেণীতে পাঠরত ১৬ বছর বয়সী যুবক সেখ সুমন। ঘটনাটি সোমবার আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ নওপাড়া মাদ্রাসা সংলগ্ন ক্যানেল পাড়ের রাস্তার মধ্যে ঘটে। স্থানীয়দের বিবরণে প্রকাশ সকালে প্রাতঃকৃত করার উদ্দেশ্যে ক্যানেলের রাস্তা ধরে পারাপার করার সময় দ্রুত গতিতে আসা কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারায় সুমন।খবর পেয়ে গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে লোকপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, লোকপুর থানার ওসি, পিডিসিএলের প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারের সাথে রফা হয়। তারপর ঘটনাস্থল থেকে মৃতদেহ তুলে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের পরিবার কে একটি চাকরি এবং সৎকাজ সহ অন্যান্য খরচের দায়ভার বহন করতে রাজি হন পিডিসিএল কতৃপক্ষ, সেই রফা অনুযায়ী মৃতদেহ ছাড়া হয়।আলোচনা সভায় গ্রামবাসীদের দাবি ওঠে যে, রাত্রি থেকে ভোর চারটে পর্যন্ত এই রাস্তার উপর কয়লা ট্রান্সপোটিং করতে হবে, অন্য সময় বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত লাইসেন্স প্রাপ্ত এবং সুদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর ব্যবস্থা করা। উল্লেখ্য দিন কয়েক আগে কয়লা বোঝায় ডাম্পার রাস্তার মধ্যে উল্টে যায়।সে প্রেক্ষিতে হেলপার দিয়ে কয়লা বোঝায় ডাম্পার চালানোর অভিযোগ ওঠে। এমনকি কম বেতনে ঐ সমস্ত হেলপার দিয়ে চালকের কাজ করানোর অভিযোগ, যার যেরে প্রতিনিয়ত ঘটছে এরূপ ঘটনা।

বিশেষ উল্লেখ্য আজকের মধ্যেই নওপাড়া মাদ্রাসা সংলগ্ন অপরপ্রান্তে কয়লা বোঝায় ডাম্পারের সাথে ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকটারটি ক্যানেল পাড়ের নীচের দিকে ঝুলে পড়ে, তবে হতাহতের কোনো খবর নেই। একান্ত সাক্ষাৎকারে দূর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাতে আসা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। অপরদিকে পিডিসিএল এ কর্মরত জেএমপিএল এর ম্যানেজার বিধান চন্দ্র খাঁ কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এবং বারবার দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন রাস্তার মধ্যে ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা হবে।

Birbhum

May 21 2023, 20:09

*নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা যুব উৎসব দুবরাজপুরে*


বীরভূম:- জেলার যুবক-যুবতীদের প্রগতিশীল ভাবনাকে উৎসাহিত করতে এবং তাদের মেধা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো "বীরভূম জেলা যুব উৎসব - ২০২৩"। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, নেহেরু যুব কেন্দ্র: বীরভূম এর উদ্যোগে একদিনের এই যুব উৎসব অনুষ্ঠিত হলো। দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাব ও শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের সভামঞ্চে অনুষ্ঠিত হয় বীরভূম জেলাস্তরীয় এই প্রতিযোগিতামূলক যুব উৎসব। অঙ্কন, ফোটো স্যুট, স্বরচিত কবিতা লেখা, হিন্দী বা ইংরাজি ভাষায় বক্তৃতা 

এবং গ্রুপ লোকনৃত্য সহ পাঁচটি বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ১৫ থেকে ২৯ বছর বয়সী এবং বীরভূম জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বক্তৃতা, স্বরচিত কবিতা লেখা,

ফোটো শুট ও অঙ্কন প্রতিযোগিতার থিম বা বিষয়বস্তু রাখা হয়েছিল "পাঁচ প্রাণ"। বক্তৃতা ও গ্রুপ নৃত্য প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়, সেইসঙ্গে দেওয়া হয় সরকারি শংসাপত্র। সরকারি উল্লিখিত সুচি অনুযায়ী স্থানাধিকারী প্রতিযোগীরা আগামীদিনে রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানান জেলা যুব আধিকারিক রায়া দাস। এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক রায়া দাস, ব্লক যুব আধিকারিক অনিন্দ্য দুয়ারী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ বিশিষ্টজনেরা।

Birbhum

May 20 2023, 18:34

*পুলিশের নিরপেক্ষতা নিয়ে কাঁকরতলা থানায় ডেপুটেশন,বাম কংগ্রেসের পক্ষে*


বীরভূম:- প্রখর রৌদ্রের তাপপ্রবাহ উপেক্ষা করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলি মাঠে ময়দানে অবতীর্ণ।গত একমাস যাবৎ বাম কংগ্রেসের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানায় থানায় ডেপুটেশন প্রদান করা হয় বেশ কিছু দাবির প্রেক্ষিতে।অনুরূপ শনিবার বামফ্রন্ট, কংগ্রেস,নকশাল সমর্থিত জোটের পক্ষ থেকে কাঁকরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়।এদিনের ডেপুটেশন থেকে দাবি ওঠে যে,পুলিশ এর নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে , পুলিশ কে দলদাসত্ব ছেড়ে সাংবিধানিক শপথ কে মনে করিয়ে দিতে , গণতান্ত্রিক পরিবেশ তৈরীর দাবিতে , এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে , বে আইনী অস্ত্র উদ্ধারের দাবিতে , বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী ও নেতৃত্ব দের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদেই মূলত ডেপুটেশন। স্থানীয় গ্রাম এলাকা থেকে মিছিল সহযোগে থানার গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

শ্লোগান তোলেন -" অনাচার করো যদি , রাজা তবে ছাড়ো গদি , যারা তার 'ধামাধারী' তাদের ও বিপদ ভারী " ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি ও সঞ্জীব বর্মন, ফরোয়ার্ড ব্লক দলের প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, নকশাল পার্টির পক্ষে ভূবন রায়, সিপিআইএম খয়রাসোল এরিয়া সম্পাদক দিলীপ গোপ, সমীর রায় প্রমুখ নেতৃত্ব।

Birbhum

May 20 2023, 15:26

বোমা মেরে খুনের অভিযোগে অভিযুক্ত ফেরার ৮ আসামির নামে আদালতের নোটিশ


বীরভূম:- সম্প্রতি বীরভূম জেলার মারগ্রাম থানার মারগ্রাম হাসপাতাল মোড়ে বোমার আঘাতে স্থানীয় তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ভুট্টো সেখ এর ভাই লাল্টু সেখ এবং তার সহযোগী নিউটন সেখ দুস্কৃতকারীদের ছোড়া বোমার আঘাতে গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে নিউটন সেখ কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।পরদিন কোলকাতা এস এস কে এমে লাল্টু সেখ মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে সেদিন অভিযোগ করা হয় যে যারা খুন করেছে তারা একবার তৃনমূলে ছিল পরে বিজেপি হয়ে কংগ্রেস দলে যোগ দেয়।সেই খুনের ঘটনার জেরে বদলি হতে হয় জেলা পুলিশ সুপারকে।তৃণমূলের জোড়া কর্মী খুনের তিন মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও ঘটনার সঙ্গে জড়িত থাকা ৮ জন আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি।উল্লেখ্য পুর নগর মন্ত্রী ফিরহাদ হাকিম ঐ এলাকায় দলীয় কর্মসূচিতে এসে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য পুলিশকে সময় বেঁধে দেন জনসভার বক্তব্য থেকে।

এখন পর্যন্ত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনো সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত কোর্ট থেকে নোটিশ জারি করেন।তাই গতকালই কোর্টের নির্দেশে ফেরার ব্যক্তিদের নামে গ্রেফতারের নোটিস জারি করা হয়। সেই মতো মাড়গ্রাম থানার পুলিশের আধিকারিকরা, মাড়গ্রামের বিভিন্ন জায়গায় এই নোটিশ টাঙিয়ে দেয় গতকাল রাতে বলে পুলিশ সূত্রে খবর।

Birbhum

May 19 2023, 20:00

বনদপ্তরের উদ্যোগে প্লাস্টিক ও আবর্জনা মুক্তকরণ অভিযান কর্মসূচি শুরু


বীরভূম:- আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশকে সামনে রেখে বন দপ্তরের উদ্যোগে রাজনগর রেঞ্জের অন্তর্গত বিভিন্ন সরকারি ও বেসরকারি এলাকাকে প্লাস্টিক এবং আবর্জনা মুক্ত করার লক্ষ্যে আজ শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হলো । এই উপলক্ষে রাজনগর গ্রামীণ হাসপাতাল, রাজনগর ব্লক অফিস চত্বর সহ অন্যান্য জায়গার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা মুক্ত করার উদ্যোগ নেওয়া হলো ।

রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, এস আই অরিন্দম দেবনাথ এইসব এলাকার জঞ্জাল পরিষ্কার করার কাজে নিজেরাই হাত লাগান। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন রাজনগর গ্রামীণ হাসপাতাল, রাজনগর বনদপ্তরের কর্মকর্তা সহ কর্মীগণ ও রাজনগর থানার সিভিক ভলেন্টিয়ারা।